পুইশুর ইউনিয়নটি পূর্বে ছিল ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার কাশিয়ানী থানার পূর্ব দক্ষিন সীমার প্রায় শেষ সীমায়। বর্তমানে এটি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পূর্র-দক্ষিন সীমায় অবস্থিত। ইউনিয়নটি ০৬ টি গ্রাম নিয়ে গঠিত। গ্রামগুলি যথাক্রমে, সীতারামপুর, দেবাসুর, যদুপুর, কড়িগ্রাম, পুইশুর ও চন্দ্রদ্বীপ। সীতারামপুরে ৩ টি ওয়ার্ড, দেবাসুরে ২ টি ওয়ার্ড, যদুপুর এবং কড়িগ্রাম মিলে ১ টি ওয়ার্ড, পুইশুর ২ টি ওয়ার্ড এবং চন্দ্রদ্বীপে ১ টি ওয়ার্ড, এই মোট ৯ টি ওয়ার্ড। ইউনিয়নটি পূর্বে বেথুড়ী ইউনিয়নের অন্তর্গত ছিল। পরবর্তীতে এটি াালাদা ইউনিয়নে বিভক্ত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস