Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভাষা ও সংস্কৃতি

কাশিয়ানী উপজেলার ভূ-প্রকৃতি ও ভৌগলিক অবস্থান এই উপজেলার মানুষের ভাষা ও সংস্কৃতি গঠনে ভূমিকা রেখেছে। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে অবস্থিত এই উপজেলাকে ঘিরে রয়েছে পশ্চিমে নড়াইল জেলার লোহাগড়া উপজেলা ও নড়াগাতী থানা,উত্তরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা,উত্তর পূর্বে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা, দক্ষিন পূর্বে গোপালগঞ্জ সদর উপজেলা । এখানে ভাষার মূল বৈশিষ্ট্য বাংলাদেশের অন্যান্য উপজেলার মতই, তবুও কিছুটা বৈচিত্র্য খুঁজে পাওয়া যায়। যেমন কথ্য ভাষায় মহাপ্রাণধ্বনি অনেকাংশে অনুপস্থিত, অর্থাৎ ভাষা সহজীকরণের প্রবণতা রয়েছে। ফরিদপুর জেলার আঞ্চলিক ভাষার সাথে মুকসুদপুর,কাশিয়ানি ও গোপালগঞ্জ সদর এর ভাষার মিল আছে।

সংষ্কৃতি : পুইশুর ইউনিয়নে প্রধানত মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের বসবাস। যৎসামান্য খ্রীষ্ট ধর্মাবলম্বীও রয়েছে। এখানে মুসলমানদের প্রধান উৎসব যেমন, সবে-মেরাজ, সবে-বরাত,সবে-কদর, ঈদুল ফিতর ও ঈদুল আযহা উৎযাপিত হয়ে থাকে। হিন্দুদের দূর্গা পূজা, কালী পূজা, লক্ষী পূজা, স্বরস্বতী পূজা এছাড়া বিভিন্ন গ্রামে বার্ষিক পূজা হয়ে থাকে। বাংলা নববর্ষে বিভিন্ন গ্রামে মেলা বসে। তবে আনন্দের বিষয় এইযে- এখানকার সকল ধর্মালম্বীদের উৎসব সবারই উৎসব। প্রতিটি উৎসবে হিন্দু-মুসলমান মিলে একাকার হয়ে যায়।