পুইশুর ইউনিয়নটি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার অন্তর্গত।উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিন-পূর্বে অবস্থিত।ইউনিয়নটি পূর্বে ছিল বেথুড়ী ইউনিয়নের অংশ বিশেষ।১৯৬৫ ইংরেজী সালে (সীতারামপুর,দেবাসুর,যদুপুর,কড়িগ্রাম,পুইশুর ও চন্দ্রদ্বীপ) এই ছয়টি গ্রাম নিয়েএই ইউনিয়নটি গঠিত হয়।ইউনিয়নটি নিচু অঞ্চলে অবস্থিত।বছরের প্রায় চার মাস জলাবদ্ধতা থাকে।এখানে বছরে একবাই ধান ফলে।তবে এখানকার খাল,বিল,পুকুর.ডোবা ইত্যাদি স্থানে প্রচুর পরিমানে দেশি মাছ পাওয়া যায়।যেমন;কৈ,শিং,শৈল,গজার,বোয়াল,পাবদা,পুটি,রয়না সহ বিভিন্ন ধরনের মাছ।বর্ষার রাতে বিলের পানিতে চাদের কিরন পড়ে চক-চক করে।ভোরে ফোটে শাপলা ফূল।সে এক অপরুপ দৃশ্য।যা নাদেখলে অনুভবই করা যায়না।সবকিছু মিলে এখানকার মানুষগুলো সুখেই আছে।
ক) নাম – ১৩ নং পুইশুর ইউনিয়ন
খ) আয়তন – ৯ (বর্গ কিঃ মিঃ প্রায়)
গ) লোকসংখ্যা –১১৬৮১ (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ৬ টি।
ঙ) মৌজার সংখ্যা – ৬টি।
চ) হাট/বাজার সংখ্যা -২ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – বাস+ভ্যান/মোটর সাইকেল
জ) শিক্ষার হার – ৯২%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ৬টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ৩টি,
কিন্ডারগার্টেন স্কুল-১টি
উচ্চ বিদ্যালয়ঃ ২টি,
মাদ্রাসা- ২টি।
মসজিদ - ১৫ টি।
মন্দির - ২ টি
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মো:গাউজ সিকদার।
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- নাই।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ০২/০৮/২০১১ইং
২) প্রথম সভার তারিখ – ০৩/০৮/২০১১ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ০১/০৮/২০১৬ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
১। সীতারামপুর ৪।কড়িগ্রাম
২। দেবাসুর ৫।পুইশুর
৩।যদুপুর ৬।চন্দ্রদ্বীপ
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস